কবিতা - ভালোবাসার পরাজয়

ভালোবাসার জন্য মানুষ কতো কিছু করে 
করলাম আমি যতটুকু সইতে পারে ধড়ে,
বললো সে মুচকি হেসে হাতটা যদি ধরো
আমি রবো তোমার সাথে, হবো নাকো কারো।

হাত ধরলাম, জাত সারলাম, আরও কতো কিছু
এতকিছু করার পরেও আমি হলাম শিশু,
ছোট্ট ছিলাম, বড়ো হবো, তাই করলাম প্রেম 
আমার দানে পড়লো একটা সাপলুডুর গেম।

বললো সে, খাবেই যখন এক গ্লাসে পিয়ো
কফির সাথে একটুখানি সাদা দুধ নিও,
মাথা আমার ভীষণ মাতাল কিসের ভিতর কী
ভালোবাসা পেতে নাকি ঢালতে হবে ঘি।

দুধ খেয়েছি, ঘি ঢেলেছি, সাথে ছিলো আরও 
তবু প্রদীপ নিভু নিভু, আর কতো তেল পাবো,
ক্লান্ত আমার হৃদপিণ্ড, ক্লান্ত আমার হাড়ও
নিজে কষ্ট পেয়েও ক্যামনে কষ্ট দিতে পারো?

মদ সিগ্রেট ছোট্ট অতি, ওতে কতো ধরে
একটা বুক আর কতোটা কষ্ট বইতে পারে, 
এসব ভেবে যখন আমি বসে থাকি ঘরে
প্রেম বলে আহো ভাতিজা আমার বুকের ’পরে।

© আলমগীর কাইজার 
০৪.০৮.২০১৯

ভালোবাসার পরাজয়  


No comments

Powered by Blogger.