বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা

ইচ্ছা হয় শেখ মুজিবের মতো
-আলমগীর কাইজার
ইচ্ছা হয় শেখ মুজিবের মতো
দৃঢ় কণ্ঠের প্রেমিক হই,
বাংলার আকাশে-বাতাসে মিশি
সত্য আর ন্যায়ের খোঁজে।
ইচ্ছা হয় শেখ মুজিবের মতো
আঙুল তুলে বলি,
এদেশ কোনো পরাজিত শক্তির নয়
এদেশে শকুনদের ঠাঁই নেই।
ইচ্ছা হয় শেখ মুজিবের মতো
মানুষে বিশ্বাস করি,
মানুষের চোখে চোখ রেখে বলি
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
ইচ্ছা হয় শেখ মুজিবের মতো
ভালোবাসার ডাক দিই,
বজ্রকণ্ঠে বলে উঠি
এসো অস্ত্র ছেড়ে গোলাপের চাষ করি।
ইচ্ছা হয় শেখ মুজিবের মতো
একজন বিবেকবান নেতা হই
জাতির মুক্তির লড়াইয়ে বলি
এসো কোন্দল ছেড়ে মস্তিষ্ক দিয়ে লড়ি।
২০.০৮.২০১৮


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.