অশ্লীল বা নোংরা কথাবার্তা ব'লে সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়। মানুষও নোংরাভাষী লোকেদের কথা থেকে মজা নেয়, আনন্দ পায়। কিন্তু দিনশেষে সবাই-ই নোংরাভাষীদেরকে ঘৃণা ক'রে। নোংরাভাষীরা হয়তো দ্রুত জনপ্রিয়তা পায় কিন্তু কখনো কারোর ভালোবাসা পায় না। ১৪.০৮.২০১৯
No comments