একটি গোলাপ ফুটেছিলো ছুঁতে পারিনি, একটি পাখি ডেকেছিলোযেতে পারিনি। একটি জীবন কেটে গেলো আফসোস আর শোকে, একটি হৃদয় নষ্ট হলো প্রেমিক হওয়ার ঝোঁকে।একটি শরীর বৃথাই গেলো মনের বাগান খুঁড়ে, এই মন কি তৃপ্ত হবেসত্তর হাজার হুরে!© আলমগীর কাইজার ১৮.০৮.২০১৯অতৃপ্ত মন
No comments