সামিয়ানা (কবিতা)

সামিয়ানা
- সুনির্মল বসু 
   
চৌধুরীদের সামিয়ানা 
বাইরে সেদিন হলো আনা, 
সবাই বলে এ উহারে--'ব্যাপারটা কি, ব্যাপারটা কি? 
চৌধুরীদের ছোট মেয়ের বিয়ে নাকি!' 

কেউ বা বলে-- 'হয়তো নাতির অন্নপ্রাশন-- 
হচ্ছে বিপুল তাই আয়োজন।' 
বল্লে কেহ ফিস ফিসিয়ে মিহিন সুরে,-- 
'চৌধুরীদের মেজ ছেলে হয়তো আজি 
আসছে ফিরে বিদেশ ঘুরে।' 

কৌতহলে স্কুলের ছেলে জুটল সবাই দলে দলে, 
এ উহারে ডেকে বলে--- 
'যাত্রা হবে রাত্রে আজি আসতে হবে সন্ধ্যাবেলা!' 
আশে পাশে জমলো বহুলোকের মেলা। 

হাটের লোকে, ঘাটের মাঝি, ইষ্টিশনের যতেক কুলী 
কাজ কর্ম সকল ভুলি 
সবাই হলো সেথায় জড়ো। 
যতেক জোয়ান, ছোট বড়। 
সবার মুখে একই কথা, হদ্দ ভেবে সবাই তারা,-- 
সবাই হোলো ভেবে সারা। 

ভীড়ের মাঝে দাঁড়িয়েছিল পাড়ার প্রাচীন দীনু বুড়ো-- 
নিতাই এসে বল্লে তাঁরে, 'ব্যাপার কিহে বুঝছো খুড়ো?' 
বল্লে আরো হেসে নিতাই 
-অনেক দিনের পরে এবার পড়বে পেটে মন্ডা মিঠাই, 
সুঁট কে ভায়া আছি মরে, 
ছা-পোষা লোক, জুটবে বেশী কেমন করে!' 

ও দিকেতে লাগায় বাজি গদাই এবং পাড়ার হেবো-- 
বল্লে-'যে ঠিক বলবে তারে পাঁচটি টাকা ইনাম দেব।' 
গদাই বলে- 'চৌধুরী-বৌ ভাঙ্গবে ব্রত রাত্রে আজি।' 
বল্লে হেবো- 'মানতে আমি একটুও তা নাইক রাজী।' 
'আসবে আজি জমিদারের জামাই' 
ভীড়ের থেকে চেঁচিয়ে বলে রামাই। 

এমন সময় তর তরিয়ে সিঁড়ি বেয়ে এক্কেবারে 
চৌধুরীদের নায়েব মশাই নেমে এলেন বাইরে দ্বারে। 
সবাই বলে নিশেষ ফেলে--'এবার সকল যাবে জানা 
আজকে কেন বার হোল এ বিরাট বিপুল সামিয়ানা।' 
সাহস করে এগিয়ে তখন বল্লে গাঁয়ের নন্দ-গোঁসাই- 
'সামিয়ানা বাইরে কেন, ব্যাপারটা কি নায়েব মশাই।' 

কাষ্ঠ হেসে যষ্টি ঠুকে বল্লে তখন নায়েব মশাই--- 
'উই ধরেছে সামিয়ানায়, --বাইরে রোদে দিয়েছি তাই।' 


সুনির্মল বসু

No comments

Powered by Blogger.