চলো বদলে যাই (লিরিক)

সেই তুমি কেন এতো অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এতো অচেনা হলে তুমি

কিভাবে এতো বদলে গেছি এই আমি

ও বুকেরও সব কষ্ট দুহাতে সরিয়ে

চলো বদলে যাই।


তুমি কেন বোঝো না

তোমাকে ছাড়া আজ আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় জুড়ে

আমার অপরাধ ছিল যতো তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়।



কতরাত আমি কেঁদেছি

বুকেরই গভীরে কষ্ট নিয়ে

শূণ্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও।


কতবার ভেবেছি ভুলে যাবো

তারও বেশী মনে পড়ে যায়

ফেলে আসা সেই সব দিনগুলি

ভুলে যেতে আমি পারিনা।


শিল্পীঃ আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এল আর বি


আইয়ুব বাচ্চু


No comments

Powered by Blogger.