এরই নাম হলো বেঁচে থাকা (লিরিক)

সারাদিন ঘামে ভেজা শতমুখ তবু একা 
সারাদিন ঘামে ভেজা শতমুখ তবু একা 
এরই নাম হলো বেঁচে থাকা
এরই নাম হলো বেঁচে থাকা
প্রতিদিন থেকে শেখা অভিনয় আরেক পেশা 
মেপে হাঁটা সীমারেখা বিছানার সাথে মেশা 
আরেকটা ভোর জীবন চোর 
নিয়ে যায় যখন তখন পিছু ডাকা 
এরই নাম হলো বেঁচে থাকা 
এরই নাম হলো বেঁচে থাকা 
সারাদিন ঘামে ভেজা শতমুখ তবু একা 
সারাদিন ঘামে ভেজা শতমুখ তবু একা 
এরই নাম হলো বেঁচে থাকা 
এরই নাম হলো বেঁচে থাকা 
বিশ্বাসে নিঃশ্বাসে নিয়ে যদি হাত রাখলে হাতে 
বিশ্বাসে নিঃশ্বাসে নিয়ে যদি হাত রাখলে হাতে 
সেই হাত উঠবে যেন একদিন অভিসম্পাতে 
ভালোবাসা সন্ধানে আকাশ গানে গানে 
ধরেনা শূন্য মনে ঘরে থাকা 
যদি বলো ভালোবাসা নেই হাসি তবু হাসা 
যদি বলো ভালোবাসা নেই হাসি তবু হাসা 
এরই নাম হলো বেঁচে থাকা 
এরই নাম হলো বেঁচে থাকা 
সন্ধানে সন্ধানী যদি কখনো বাউল এ মন 
সন্ধানে সন্ধানী যদি কখনো বাউল এ মন
এসব মেনে নেয়া শুধুই দেয়া নেয়া 
জীবন বিধানে তাই আছে লেখা 
যদি বলো মিছে আশা মিথ্যের স্রোতে ভাসা 
যদি বলো মিছে আশা মিথ্যের স্রোতে ভাসা 
এরই নাম হলো বেঁচে থাকা 
এরই নাম হলো বেঁচে থাকা 
প্রতিদিন থেকে শেখা অভিনয় আরেক পেশা 
মেপে হাঁটা সীমারেখা বিছানার সাথে মেশা 
আরেকটা ভোর জীবন চোর 
নিয়ে যায় যখন তখন পিছু ডাকা 
এরই নাম হলো বেঁচে থাকা 
এরই নাম হলো বেঁচে থাকা

শিল্পীঃ নচিকেতা চক্রবর্তী 


নচিকেতা চক্রবর্তী
  

No comments

Powered by Blogger.