আমাকে ভালোবাসো কিনা (কবিতা)

মনে করো, তুমি কুকুর মোটেও পছন্দ করো না
কিন্তু আমার পোষা কুকুরটি 
তোমার খুব ভালো লাগে
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তোমার কবিতা ভালো লাগে না 
কিন্তু আমার টেবিলের কবিতার বইটি 
তোমার ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তুমি বাহিরের খাবার খাও না
অথচ রাস্তার পাশে আমার সাথে খাওয়া অখাদ্যটি
তোমার প্রিয় হ’য়ে উঠেছে 
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাও
তোমার আর ভালো লাগে না 
কারণ সেটা আমার ভালো লাগে না 
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তুমি তোমার সবচেয়ে প্রিয় ঘর
এবং সবচেয়ে প্রিয় মানুষ কিংবা সবকিছু ছেড়ে
আমার সাথে থাকতে চাও
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তোমার সাথে আমার ভীষণ ঝগড়া 
একসাথে থাকার সব উপায় শেষ হ'য়ে গেছে
তারপরও তুমি আমার কথা ভাবছো
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তুমি তোমার সামনে পিছনে আমাকে রেখেছ
আমাকে ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন রাখোনি
তার মানে তুমি আমাকে ভালোবাসো। 

মনে করো, তুমি আমাকে ভালোবাসো কিনা 
সেটা ঠিক বুঝতে পারছ না, দ্বিধায় আছ
তাহলে আবার প্রথম লাইন থেকে পড়া শুধু করো
পুনরায় বুঝতে চেষ্টা করো।
টের পাচ্ছ, আমাকে ভালোবাসো কিনা? 


© আলমগীর কাইজার 
০৫.১১.২০১৯

No comments

Powered by Blogger.