রোজা সম্পর্কিত মুহাম্মদ (সঃ) এর উক্তি বা বাণী বা হাদিস
১. রোজা একটি ঢাল। (মিশকাত)
২. যখন রমজান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। (সহীহ বুখারী)
৩. রোজা এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে। (বায়হাকী)
৪. তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসে রোজা ফরজ করে দিয়েছেন। (নাসায়ী)
No comments