নামাজ সম্পর্কিত মুহাম্মদ (সঃ)এর উক্তি বা বাণী বা হাদিস

১. নামাজ জান্নাতের চাবি। (আহমদ)
২. নামাজ হলো ‘নূর’। (সহীহ মুসলিম)
৩. নামাজ আমার চক্ষু শীতলকারী। (নাসায়ী)
৪. নামাজ মুমিনদের মেরাজ। (মিশকাত)
(মেরাজ মানে আল্লাহর নৈকট্য অর্জন করা।)
৫. যে পরিশুদ্ধ হয় না, তার নামাজ হয় না। (মিশকাত)
৬. সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের নামাজ আদায় কতে আদেশ করো। (আবু দাউদ)
৭. কিয়ামতের দিন প্রথম হিসাব নেয়া হবে নামাজের। (তাবরানি)
৮. যে ব্যক্তি লোক দেখানোর জন্যে নামাজ পড়লো, সে শিরক করলো। (আহমদ)

No comments

Powered by Blogger.