ঈমান সম্পর্কিত মুহাম্মদ (সঃ)এর উক্তি বা বাণী বা হাদিস

১. যে কেউ এই ঘোষণা দেবে : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাঃ আল্লাহর রসূল’ – আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন। (সহীহ বুখারী)

২. ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। (তারগীব)

৩. বলো : ‘আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি’ অতপর এ কথার উপর অটল থাকো। (সহীহ মুসলীম)

৪. তুমি মুমিন হবে তখন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে, আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। (আহমদ)

No comments

Powered by Blogger.