মায়ের ঘরে বিজয় (কবিতা)

রূপসী বাংলা আমার, দুঃখিনী মা
সোনা রুপা ছড়াছড়ি, তবু শূন্য গা

আমার মায়ের কথা বলবো আর কী
মায়ের পাতে ভাত নেই, ঘরভর্তি ঝি

দুঃখিনী মায়ের ঘরে বিজয় এসেছে 
লাল-সবুজের প্রগাঢ় রঙে মন মেতেছে 

সেই রঙ ছড়াবে, হৃদয়কে রাঙাবে 
শিক্ষার আলো দিয়ে জীবনকে ভরাবে 

শিক্ষার আলোটুকু যদি মোরা পাই
তবেই-তো আলো জ্বলে বিজয় মালায়

বাংলার জয় হোক, জয় হোক মা'র 
মুক্ত হোক স্বাধীনতার অবরুদ্ধ দ্বার। 

© আলমগীর কাইজার 
১৩.১২.২০১৯



No comments

Powered by Blogger.