মানুষ হবা কবে (কবিতা)
একটি পাগল তুলেছে মাথা
ন্যাড়া হবার শখে,
তোমরা কবে মানুষ হবা
আগল ভাঙার ঝোঁকে?
একটি পাগল যুক্তি আটে
আরেক পাগল হাসে,
তোমরা কবে তুলবে মাথা
মানুষ হবার আশে?
একটা ক’রে পাগল আসে
মানুষ করার দায়ে,
মানুষগুলো পালিয়ে যায়
শেকল পরা পায়ে।
এতো পাগল আসলো ভবে
মানুষ করার তরে,
তুমি শুধুই পালিয়ে বাঁচো
মানুষ হবার ভয়ে।
© আলমগীর কাইজার
২৫.১২.২০১৯
No comments