নৈতিক চরিত্র সম্পর্কিত মুহাম্মদ (সঃ) এর উক্তি বা বাণী বা হাদিস
১. মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন। (মুআত্তায়ে মালিক)
২. উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই। (ইবনে হিব্বান)
৩. ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা, যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম। (মিশকাত)
৪. তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা,যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। (সহীহ বুখারি)
No comments