নিয়ত সম্পর্কিত মুহাম্মদ (সঃ) এর উক্তি বা বাণী বা হাদিস
১. কাজ নির্ভর করে নিয়তের উপর। (সহীহ বুখারী)
২. প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়ত করেছে। (সহীহ বুখারী)
৩. আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেননা,তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ।(সহীহ মুসলিম)
No comments