হৃদয়ের ক্ষত লুকিয়ে রেখো না (কবিতা)
হৃদয়ের মাঝে যত, লুকিয়ে আছে ক্ষত
লুকিয়ে রেখো না, আঁধারে ঢেকো না
বিলিয়ে দাও, জীবনের নামে, প্রেমের দানে।
যন্ত্রণা পুষে রেখে লাভ নেই কোনো
লুকিয়ে রাখবে যত, বেশি হয়ে যাবে তত।
হৃদয়ের গভীরে যেখানে ঘটেছে গভীর ক্ষত
উষ্ণ ঠোঁট রেখে চুমু দাও, সেরে যাবে।
লোকলজ্জার ভয়ে যন্ত্রণা সয়ে
হৃদয়ের ক্ষত লুকিয়ে রেখো না, কখনোই না
হৃদয়ের চোটে ঠোঁট রেখে চুমু দাও
সেরে যাবে, সব সেরে যাবে।
© আলমগীর কাইজার
১৬.০১.২০২০
No comments