সাদামাটা বাঙালি (কবিতা)

আমি নেই কোনো সংঘাতে, বিভক্ত জাতে-পাতে
দিনশেষে সাদামাটা বাঙালি, 
আমি এখনো খুশি থাকি, ঠাণ্ডা পান্তা ভাতে 
নিজেই নিজের ইতিহাস বলি।

যারা যুদ্ধ ভালোবাসে, ঝগড়ায় মন মাতে
তাদেরকে খুব বেশি এড়িয়ে চলি
মানুষকে ভালোবাসি, সকাল সন্ধ্যা রাতে
প্রার্থনায় মন দিয়ে কষ্টকে ভুলে থাকি।

কবিতার চরণে কণ্ঠ মিলিয়ে হাসি 
বেসুরো গলায় গানের কথায় ভাসি
সবকিছু ফেলে রেখে, নিজের মতো বাঁচি
যুদ্ধ নয়কো, শান্তির পথ খুঁজি। 

আমি নেই কোনো ভাগে-ভোগে, নেই কোনো ফ্যাসাদে 
মানুষ হতে চাই, এই স্বপ্নে পথ হাঁটি 
আমি নেই কোনো সংঘাতে, বিভক্ত জাতে-পাতে
দিনশেষে আমি শুধু বাঙালি।

© আলমগীর কাইজার 
১৮.০১.২০২০








No comments

Powered by Blogger.