বাস্তবিক সম্পাদকীয় (কবিতা)
বাস্তবিক সম্পাদকীয়
(কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার আপডেট ভার্সন, ক্ষমাপ্রার্থী আলমগীর কাইজার)
এখন যৌবন যার পড়তে বসার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার প্রেম করার তার শ্রেষ্ঠ সময়
পড়ার সব মাথা
সব প্রেম
প্রেমিক এক নয়।
দুঃখিত হেলাল হাফিজ, নিরস্ত্র মানুষ কী-বা করতে পারে
কেউ বসে টেবিলে, কেউ পার্কের আলো-আঁধারে
কেউ চাকরি পায়, কেউ ধ্বংস করে সংসার
যাদের অস্ত্র আছে তারাই শুধু যুদ্ধে আসে
(কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে না)
শুধুমাত্র হুঙ্কার ছাড়ে মাঝেমধ্যে
অস্তিত্বের জানান দিতে,
কেউ আবার দূর্নীতিবাজ হয়ে যায় সম্পদের লোভে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে দেবদাস হতে হয়।
যদি কেউ ভালোবেসে দেবদাস হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজই বয়ে যায়।
এখন যৌবন যার পড়তে বসার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার প্রেম করার তার শ্রেষ্ঠ সময়।
© আলমগীর কাইজার
২১.০১.২০২০
No comments