গুরুক্তি
যখন লোভ আর ভয় ঘাড়ে চেপে বসে তখন কাজ করার ক্ষমতা লোপ পায়। সুন্দর হওয়ার লোভ, স্মার্ট হওয়ার লোভ, লোকের মুখে নিজের নাম শোনার লোভ, অসামাজিক হওয়ার ভয়, পাছে লোকে কী বলে সেই ভয়– এসব মানুষকে জড়বস্তু বানায়।
কাজ করতে প্রচুর পাগলামি দরকার, অন্যের সমালোচনাকে দূরে রাখা দরকার, অন্যের অলোচনাকে গ্রহণ করা দরকার, নিজের মতো থাকা দরকার, একাকীত্ব দরকার। আঘাত না করলে কোনো বাদ্যযন্ত্র বাজে না। সুনিপুণ আঘাতে সুমধুর সুর তৈরি হয়।
© মুক্ত প্রজাপতি
No comments