অবহেলা নিয়ে লেখা কবিতা
অবহেলিত প্রেম
- আলমগীর কাইজার
আমি শরীরের রক্ত শুকিয়ে
তোমার জন্য পূজার ডালি সাজিয়ে
প্রেম নিবেদন করেছি প্রতিনিয়ত,
তুমি সে অর্ঘ্য পায়ে দলে দিয়ে
হেঁটে চলেছ অনবরত।
এজন্যই বুঝি লোকেরা মূর্তিপূজা করে?
এজন্যই তবে কি ভাবমূর্তিপূজার প্রয়োজন পড়ে?
শোনো, ঈশ্বর বুকে টেনে নিতে না পরলেও
পায়ে দলে দেয় না।
আমি যতবার নিজেকে বলেছি
মানুষে বিশ্বাস করো
বিশ্বাসের মাঝে শান্তি নিহিত,
ততবারই আমার মন ভেঙে গেছে
ততবারই খুঁজে পেয়েছি নগ্ন নৃত্য।
১২.০২.২০১৯
No comments