প্রেমিকাকে নিয়ে লেখা কবিতা

আমার মুক্ত প্রিয়া
- আলমগীর কাইজার
    
সকালের সূর্য ওঠে পূর্ব দিগন্তে 
আমি আশায়-আশায় আকাশের দিকে তাকায়,
ও আকাশ আমাকে বোঝে না
যেমন বোঝে না আমার প্রিয়া।

আমি ভালোবেসে অধিকার দেখালে 
প্রিয়ার মুখে মেঘ জমে যায়,
প্রিয়া আমার মুক্ত আকাশের পাখি
কেনো বন্দী হবে বন্ধ খাঁচায়?

আমি প্রিয়ার মুখের দিকে তাকিয়ে 
মুচকি হাসি দিই, মুচকি হাসি নিই
তাকে খাঁচার ভিতর আনতে চাই না,
খাঁচা দেখলে হায়, প্রিয়ার মুখ ডোবে বর্ষায়।

২৪.০২.২০২০



No comments

Powered by Blogger.