একতা ও জাগরণের কবিতা
এসো একসাথে এক নৌকায়
- আলমগীর কাইজার
আমাদের চলার পথে
ভুল আছে, ভ্রান্তি আছে
আছে বিরোধ এবং সংশয়,
কিন্তু ক্লান্তি নাই।
তুমিও চলে এসো
আমাদের নৌকায়
আমরা একসাথে বহুদূর যেতে চাই,
তুমি যে ফুলের প্রেমিক হওনা কেনো
চলে এসো নির্দ্বিধায়।
চলে এসো সবাই
একসাথে এক নৌকায়
নতুন আলোর মেলায়,
আমরা বহুদূর যাবো
তর্ক হবে, বিতর্ক হবে
শুধু যুদ্ধ হবে না।
২৩.০২.২০২০
No comments