জাগরণের কবিতা
বোধন
- আলমগীর কাইজার
যখন সবকিছু নষ্টতে ভরে যাচ্ছে
- আলমগীর কাইজার
যখন সবকিছু নষ্টতে ভরে যাচ্ছে
দূষিত বাতাসের তোড়ে ভেসে যাচ্ছে চেতনা
যখন আর কোথাও কোনো ভরসা নেই
যখন মানুষ নিরাপত্তার সন্ধানে
আকাশের দিকে মুখ তুলে তাকায়
যখন সব প্রার্থনা ব্যর্থ হয়ে যায়
ঠিক তখনই বন্ধুত্বের বন্ধনে
আমরা একত্র হই।
আমরা একত্র হই
আমাদের সত্য সুন্দর জীবনের গল্প নিয়ে
আমরা একত্র হই
আমাদের প্রশস্ত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে
আমরা একত্র হই
এক প্রগাঢ় কণ্ঠস্বরের প্রজ্ঞানে।
সেই কণ্ঠস্বর দৃঢ় অথচ ভালোবাসাসিক্ত কণ্ঠে বলে–
উঠে দাঁড়াও, স্বাগত জানাও এবং জয় করো।
০৭.১২.২০১৯
No comments