বৈষম্য নিয়ে লেখা কবিতা

বৈষম্য
- আলমগীর কাইজার

আমাদের চাহিদাগুলো খুবই নগন্য
এতো বেশি নগন্য যে
সেখানে অনেকেই পৌঁছাতে পারবে না।
আমাদের স্বপ্নগুলো
আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে।

তুলনামূলকভাবে বলা যায়
শহরের বিভিন্ন ফ্লাটে রাখা
আপনাদের উপপত্নীদের একদিনের প্রসাধনীর টাকায়
আমাদের পুরো মাস ভালোভাবে চলে যায়।

আমাদের চাহিদাগুলো ঠিক যেনো
তিনশো টাকায় বিক্রি হয়ে যাওয়া
বেশ্যার মতো, তিনবেলা দুমুঠো ভাত।
আপনাদের লাল-নীল আলোর পাশে
আমাদের জীবন-যাপন খুবই সাদা-কালো।

২৭.০২.২০২০



No comments

Powered by Blogger.