সম্প্রীতি সৌহার্দ নিয়ে লেখা কবিতা

এক করো
- আলমগীর কাইজার

এভাবে আর কতো পাঁচিল তুলবে তুমি
একবার তাকিয়ে দেখো রক্তাক্ত বিশ্বভূমি,
ভেদাভেদ ভুলে গিয়ে চলে এসো পথে
যে পথ মিলে গেছে ভালোবাসার রথে।

এই পৃথিবীর সব মানুষ অনন্য সৃষ্টি
চেয়ে দেখো সবাই আলো পায়, জল পায়
যখন পৃথিবীর বুকে নেমে আসে রোদ-বৃষ্টি,
কেনো তুমি ভাগ করো, এক করো না
তবে কি তুমি মুর্শিদের কথা মানো না?

এসো সব ভেদাভেদ ভুলে সত্যকে ভালোবাসি
এসো ভাগাভাগি বাদ দিয়ে গলা ঝেড়ে কাশি,
এসো সকল পাঁচিল ভেঙে এক হয়ে যাই
এক হওয়ার চেয়ে বড়ো আনন্দ আর কোথাও নাই।

২৫.০২.২০২০



No comments

Powered by Blogger.