তুলনা নিয়ে লেখা কবিতা
তুলনা
- আলমগীর কাইজার
আমার চেয়েও বেশি
কেউ যদি তোমাকে ভালোবাসে,
আমার চেয়েও বেশি
কেউ যদি তোমার প্রেমে ভাসে,
আমার চেয়েও ভালো
কেউ যদি তোমাকে দেয় আলো,
কেউ যদি তোমার জন্য লেখে
আমার চেয়েও হৃদয়গ্রাহী কবিতা,
কেউ যদি হয়ে যায়
তোমার আকাশের একমাত্র সবিতা,
কেউ যদি তোমার জন্য গাই
আমার চেয়েও ভালো গান,
জেনে রেখো
তবে সে মানুষ নয়, আস্ত একটা শয়তান।
২৫.০২.২০২০
No comments