সুন্দর তুমি (কবিতা)
সুন্দর তুমি,
ভেবে ভেবে আমি পাগল হই
তোমাকে নিয়ে এতো ভাবি
তাতে তোমার নেই কোনো হইচই?
কতো আমি কবিতা লিখি
তুমি পড়ো না,
তবু লিখে লিখে, আমি বেঁচে রই।
সুন্দর তুমি,
সুন্দর তোমার স্পর্শ এবং মন।
আমি ভীষণ আবেগ জিজ্ঞেস করি
অল্প একটু উর্বর জমিন হবে, প্রিয়?
যেখানে করবো চাষাবাদ
আর আলতো কোমল কর্ষণ।
সুন্দর তুমি,
সুন্দর তোমার চোখ
আমি চেয়ে দেখি
নোনা পানি নেমে আসে গাল বেয়ে
কেঁপে ওঠো তুমি,
জানাও তুমি, আমি তোমার চাষি নই
আমি তোমার জমিন সেচের লোক।
© আলমগীর কাইজার
০৫.০৩.২০২০
No comments