তুমি নেই (কবিতা)
তুমি আছো বুকের মাঝে
তবু যেন নেই
চলে যাও তেপান্তরে
ছুঁতে যাই যেই।
আপেল দেখি, ডালিম দেখি
তোমায় দেখি না
দোয়েল হয়ে ডাকছ তুমি
খুঁজে পাই না।
জলের মাঝে ডুবে থাকো
জলেই তোমার বাস,
আমি থাকি হাওয়ায় ভেসে
জড়িয়ে ধরি কাশ।
তুমি কেনো আসো নাকো
মাতাল নদী হয়ে,
তোমার জলে কাটবো সাঁতার
বাঁচবো প্রেমে নেয়ে।
© আলমগীর কাইজার
০৫.০৩.২০২০
No comments