ফিরে এসো (কবিতা)

তোমার শহর আমার ভীষণ পরিচিত
অন্য কোনো শহর আমার ভালো লাগে না,
অন্য শহরের নদীগুলো তোমার মতো নয়
অন্য শহরের বিল্ডিংগুলো কেমন যেন এলোমেলো
অন্য শহরের পাহাড়-টিলায় আমার উঠতে মন চায় না
অন্য শহরের কোলাহল আমার ভালো লাগে না।
আমি তোমার শহরের নদীতে অভ্যস্ত
আমি তোমার শহরে কাটাতে পারি একজীবন
আমি তোমার শহরে ভীষণ পরিচিত
আমি চাই তুমি ফিরে এসো।
আমি জানি তুমিও সুখে নেই অন্য কোলাহলে
আমি তোমাকে ভীষণ ভালোবাসি
আমি ফিরে পেতে চাই আমার প্রিয় শহর
ফিরে এসো।

© আলমগীর কাইজার
০৭.০৩.২০২০

No comments

Powered by Blogger.