ভালো কাজ
ভালো কাজ হিসাবে আমরা যা করি তার অধিকাংশই কার্যকর হয় না। মনে করুন, একদিন প্রচুর গাছ লাগানো হলো কিন্তু গাছ শুধু লাগানোই হয় এবং লাগানো পর্যন্তই সীমাবদ্ধ থাকে, গাছগুলোর বেশিরভাগই বেঁচে থাকে না।
শুধু নামমাত্র গাছ লাগানো নয় বরং গাছকে মানুষ করে তোলা একটি ভালো কাজ। আর সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে মানুষ করে তোলা, শিক্ষিত করে তোলা, মানুষকে তার সঠিক ইতিহাস জানানো এবং মানুষকে সম্পদে রূপান্তরিত করে সেই মানবসম্পদকে সঠিকভাবে কাজে লাগানো।
প্রচুর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থাকলেই মানুষের শিক্ষা সমৃদ্ধ হয় না। সুদৃশ্য বিশাল বিল্ডিং থাকলেই শিক্ষার উন্নতি হয় না। মানুষকে উন্নত করার একমাত্র পথ হলো মানুষকে শিক্ষার প্রতি তৃষ্ণার্ত করে তোলা এবং শিক্ষাকে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা।
শিক্ষার চেয়ে ভালো বিনিয়োগ, ভালো কাজ, ভালো সম্পদ আর কিছু হতে পারে না।
০৫.০৩.২০২০
No comments