একটি সকালের অপেক্ষায় (কবিতা)
একটি সকাল আসবে আবার
থাকবে নাকো আর কোনো উদ্বেগ
হাসি ফুটবে, মুখে জ্বলবে আলো সবার
সেই দিন সকালের পর থেকে বহুযুগ পর্যন্ত
মানুষ ভুলে যাবে, এই দুর্ভোগ আর মৃত্যুর কথা।
ভুলে যাবে আমার মুখের মতো মুখওয়ালা
আমারই মতো দেখতে মানুষের অবয়বধারী
অসংখ্য অসৎ ব্যবসায়ীর কথা
অসংখ্য মজুতদারের কথা
ভুলবকা অসংখ্য রাজনীতিবিদ আর
সুবিধাবাদীদের কথা।
সেইদিন সকালের পর আমরা দেখবো
ওইসব অসৎ ব্যবসায়ী, মজুতদার আর
ভুলবকা সুবিধাবাদী রাজনীতিবিদগণ
কোয়ারেন্টাইনে চলে যাবে,
আমাদের এখনকার একাকীত্বের মতো
তারাও আর কোথাও স্থান পাবে না।
সেই সকালের জন্য অপেক্ষা করতে হবে
নিজেকেই আলো জ্বালিয়ে ঘরে বসে থাকতে হবে
যতদিন না আমাদের শিক্ষার আলো দিগন্তে পৌঁছাবে
ততদিন আমাদের অপেক্ষা করতেই হবে।
একটি সকাল আসবে
তারপর সব ভণ্ডামি প্রকাশ পাবে,
সেইদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে
আমাদের শিক্ষার আলো দিগন্তে পৌঁছাতেই হবে।
© আলমগীর কাইজার
২২.০৩.২০২০
No comments