জীবন হতাশার নয় (কবিতা)
জীবন নিয়ে আমার সংশয় আছে কিন্তু হতাশা নেই। আজ পর্যন্ত আমার কোনো অপূর্ণতা নেই, যাকিছু পেয়েছি তার অনেক কিছুই পাওয়ার কথা ছিলো না। আমার পরিবেশে বেড়ে ওঠা অনেকেই অনেককিছু পায়নি অথচ আমি পেয়েছি। আমিও হয়তো অনেককিছু পায়নি কিন্তু সেগুলো আমার জীবনে পাওয়াটা হয়তো গুরুত্বপূর্ণ ছিলো না।
আমি আমার পরিবারকে দোষারোপ করতে পারি না, কারণ আমি আমার পরিবার থেকে যা পেয়েছি অনেক ভালো মানের পরিবারের সন্তানেরা তা পায়নি। পরিবারকে নয়, নিজেকে দোষারোপ করার হাজার কারণ বের করা যাবে কেননা আমার বয়সের অনেকেই পরিবারের হাল ধরেছে, আমি তা পারিনি।
আমি আমার সৃষ্টিকর্তাকে ব্লেইম দিতে পারি না, এমনকি অযথা ভাগ্যকে দোষারোপ করতে পারি না কারণ শুধুমাত্র বেঁচে আছি এজন্যই স্রষ্টার কাছে আমি চিরকৃতজ্ঞ। সাতসতেরো ভেবে আমি জীবনকে জটিল করতে চাই না, আমি আমার নিজের প্রয়োজনেই স্রষ্টাকে ভালোবাসি। স্রষ্টার কাছে আমার আকাশচুম্বী চাওয়া নেই, তিনি মাথার উপরে আছেন, এটাই সান্ত্বনা।
আমি আমার দেশকে নিয়ে অযথা প্রশ্ন তুলতে পারি না। এখনো পর্যন্ত দেশ আমাকে অনেক কিছুই দিয়েছে, আমি দেশকে কিছুই দিতে পারিনি। দেশ নিয়ে আমি মোটেও হতাশ নয় বরং প্রচণ্ড আশাবাদী। এদেশে একদিন ন্যায়নিষ্ঠ-উদার-স্বশিক্ষিত একটি প্রজন্ম আসবে, সেদিন আর কেউ এই দেশকে দাবায়ে রাখতে পারবে না।
আমার অনেক প্রিয় মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই আমাকে ভালোবাসে। এমন অনেকেই আছে যাদের সাথে আমার দূরত্ব অনেক কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আবার অনেকেই আছে যারা আমাকে প্রচণ্ড হিংসা করে এবং ভালোবাসে। আসলে আমি তাদের কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই, তবুও তাদের ভালোবাসায় সিক্ত হয়ে মাথা নত করে থাকি, তাদেরকে ধন্যবাদ দেওয়ার সাহসটুকুও কখনো আমার হয় না।
জীবন হতাশার নয়, সুন্দরের। জীবনে হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশা থেকে বের হয়ে আসার অসংখ্য কারণ আছে। আমি যখন হতাশ হওয়ার একটা কারণ খুঁজে পাই, তখন হতাশ না হওয়ার একশটি কারণ দেখতে পাই। আমি যাকিছু পেয়েছি কোনোটিরই যোগ্য আমি ছিলাম না, তবুও অনেককিছু পেয়েছি। জীবন সুন্দর, জীবন আরও বেশি সুন্দর হয়ে যায় যখন প্রিয় মানুষগুলো পাশে থাকে।
সবাই ভালো থাকুন, আশেপাশের এবং প্রিয় মানুষগুলোকে ভালো রাখুন। আপনি এবং আমি চাইলেই জীবন সুন্দর এবং মসৃণ হবে। প্রার্থনা একটাই– জয় হোক মানুষের, জয় হোক মানবতার।
© আলমগীর কাইজার
২৩.০৩.২০২০
No comments