গুরুক্তি
চাটুকারিতা আর চুরি বর্তমানে সফলতার পথে তরতর করে উপরে উঠে যাওয়ার সহজ সিড়ি। মানুষ কিন্তু সহজেই চাটুকারকে চিনতে পারে কিন্তু দূরে সরায় না। শুনতে খারাপ লাগলেও কমবেশি সব মানুষ চাটুকার মানুষকেই বেশি পছন্দ করে। আর চুরি? সবাই চোরকেই সামনে রাখে বা উপরে তোলে এবং প্রতিনিধি বানায়, এতে নিজের চুরি করার পথ সহজ হয়ে যায়।
© আলমগীর কাইজার
No comments