সমার্থক শব্দ ও আন্তর্জাতিক প্রশ্ন
1.‘দ্যুলোক’ শব্দের অর্থ-
ক.আকাশ
খ.বাতাস
গ.পৃথিবী
ঘ.পাতাল
উত্তরঃক
2.কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক.শিখা
খ.অশনি
গ.সূয
ঘ.অংশু
উত্তরঃঘ
3..‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক.অবসান
খ.বরেণ্য
গ.শেষ
ঘ.বিরাম
উত্তরঃখ
4..‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক.ননদিনী
খ.নারী
গ.তনয়া
ঘ.সুন্দরী
উত্তরঃগ
5.‘আকাশ’ শব্দের সাথে মিল শব্দ কোনটি?
ক.নভঃ
খ.বাতাস
গ.শূন্য
ঘ.ক ও গ দুটিই
উত্তরঃঘ
6..‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ-
ক.বৃষভ
খ.এলানো
গ.ঋজু
ঘ.হোমক
উত্তরঃঘ
7.‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়-
ক.হর্ষ
খ.পুলক
গ.সুখ
ঘ.বিষাদ
উত্তরঃঘ
8.ইচ্ছা- এর সমার্থক শব্দ-
ক.অভিলাষ
খ.স্বেচ্ছা
গ.সৃজনী
ঘ.আগ্রহী
উত্তরঃক
9..‘উচ্ছ্বাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক.স্ফুরণ
খ.উদ্ভাসিত
গ.স্ফীতি
ঘ.বিকাশ
উত্তরঃখ
10.‘হর্ষ’ শব্দের অর্থ কি?
ক.হলুদ
খ.সাধ
গ.দুষ্ট
ঘ.আনন্দ
উত্তরঃঘ
11. উরুগুয়ের রাজধানীর নাম কী?
ক.মন্টেভিডিও
খ.সান্টিয়াগো
গ.বোগোটা
ঘ.আসনসিওন
উত্তরঃক
12.স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক.স্পেন
খ.ফ্রান্স
গ.পর্তুগাল
ঘ.যুক্তরাজ্য
উত্তরঃগ
13. What is the capital of colombia?
ক.Bogota
খ.Caracas
গ.Nicaragua
ঘ.London
উত্তরঃক
14.বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
ক.চন্দ্রিকা কুমারাতুঙ্গা
খ.ইসাবেলা পেরন
গ.অং সান সুচি
ঘ.কোরাজন একুইনো
উত্তরঃখ
15.কিটো কোন দেশের রাজধানী?
ক.ইকুয়েডর
খ.পেরু
গ.প্যারাগুয়ে
ঘ.উরুগুয়ে
উত্তরঃক
16.পেরুর রাজধানী কোথায়?
ক.বুয়েন্স এয়ার
খ.লিমা
গ.কারাকাস
ঘ.হাইতি
উত্তরঃখ
17. আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত?
ক.এশিয়া
খ.ইউরোপ
গ.আমেরিকা
ঘ.আফ্রিকা
উত্তরঃগ
18. বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি-
ক.প্রশান্ত মহাসাগর
খ.আটলান্টিক মহাসাগর
গ.আরব সাগর
ঘ.দক্ষিণ মহাসাগর
উত্তরঃক
19. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক.সনোরা লাইন
খ.ম্যাকনামারা লাইন
গ.ডুরান্ড লাইন
ঘ.হিন্ডারবার্গ লাইন
উত্তরঃক
20. বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ?
ক.পেরু
খ.মাদাগাস্কার
গ.মেক্সিকো
ঘ.চিলি
উত্তরঃঘ
No comments