কবিতা - প্রতারণা
আমি একশো-কোটিবার তোমাকে
ক্ষমা করেছি,
বলেছি– আর যেয়ো না কখনো ও-ই
পুরুষের সাথে।
তুমি একশো-কোটিবারই নিপুণ কৌশলে
ভঙ্গ করেছ চিকন প্রতিশ্রুতি,
আমি বারবার শুধু গ্রহণই করেছি
চাইনি কখনো ইতি।
একদিন আমি দারুণ কষ্টে
ছেড়ে গেলাম ঘর,
অভিশাপ দিয়ে বললে তুমি–
প্রতারক তুই মর!
© আলমগীর কাইজার
২৩.১০.২০২০
No comments