প্রভু ছাড়া নেই পথ (কবিতা)

সবকিছু ফেলে তোমাকে আমি
পুঁজেছি দিন-রাত,
তোমার নামে গেয়েছি গান
তোমার নামেই নাত!

অথচ তুমি দেখিয়ে দিলে
ভ্রষ্ট আমার রথ,
রুমি-ই আমাকে ঠিক বলেছে–
প্রভু ছাড়া নেই পথ!

© আলমগীর কাইজার
২৩.১০.২০২০

No comments

Powered by Blogger.