অণুকাব্য

নষ্ট হতে হতে একটুও আর অবশিষ্ট নাই
তবুও নষ্ট হই ভ্রষ্ট-যাতনায়,
ধ্বংসস্তুপের মাঝে ধ্বংস না হওয়া অন্যায়
তাই চলো জেনে-বুঝে ধ্বংস হয়ে যাই।

© আলমগীর কাইজার
২৫.১০.২০২০

No comments

Powered by Blogger.