বাংলা ব্যকরণ ও ইংরেজি ব্যাকরণ

বাংলা ণত্ববিধি ষত্ববিধি এমসিকিউ এবং ইংরেজি সিনোনিম এন্টোনিম এমসিকিউ। বিসিএস

১. ণত্ববিধি সাধারনত কোন শব্দে প্রযোজ্য?
ক. দেশি 
খ. বিদেশি 
গ.♦ তৎসম 
ঘ. তদ্ভব

২. কোনটি শুদ্ধ বানান?
ক. বন্টণ 
খ. বন্টন 
গ.♦বণ্টন 
ঘ. বন্টণ

৩. কোনটি শুদ্ধ বানান?
ক. ব্যাকরন 
খ. ব্যকারণ 
গ.♦ ব্যাকরণ 
ঘ. ব্যাকারন

৪. কোন বর্ণের ধ্বনির আগে "ন-ণ" হয়?
ক. ক বর্গের আগে 
 খ.♦ ট বর্গের আগে 
গ. ত বর্গের আগে 
ঘ. ব বর্গের আগে

৫. স্বভাবতই মূর্ধন্য "ষ" হয়?
ক. কৃষক 
খ. বর্ষা 
গ.♦ ঔষধ 
ঘ. কাষ্ট

৬. বাংলা কোন পদের সাথে সন্ধি হয় না?
ক. সর্বনাম 
খ.♦ অব্যয় 
গ. বিশেষণ 
ঘ. বিশেষ্য

৭. সন্ধি প্রধানত কত প্রকার??
ক. ২ 
খ.♦ ৩ 
গ. ৪ 
ঘ. ৫

৮. রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি??
ক. রবী+ ন্দ্র 
খ. রবি+ ঈন্দ্র 
গ.♦ রবি+ ইন্দ্র 
ঘ. রব+ ইন্দ্র

৯. মাথায় এর সন্ধিবিচ্ছেদ কোনটি??
ক. মাথা+ আয় 
খ. মাথা+ য় 
গ মাথা+ অয় 
ঘ.♦ মাথা+ এ
ঙ. কোনটিই নয়

১০. ব্যঞ্জন সন্ধিকত প্রকার?
ক. ২ 
খ.♦ ৩ 
গ. ৪ 
ঘ. ৫

Find out the synonym

11. Gracious
a. arrogant
b.supercilious
c.polite♦
d.folly

12. Gallant
a.brave♦
b.craven
c.fearful
d.timid

13. Gloom
a.light
b.obscurity♦
c.dull
d.joy

14. Overeat
a.glut♦
b.starve
c.diet
d.fast

15. Humane
a.benevolent♦
b.cruel
c.brutal
d.amusing

Find out the antonyms

16. Hinder
a.hamper
b.obstruct
c.impede
d.assist♦

17. Humble
a.modest
b.unassuming
c.boastful♦
d.funny

18. Hilarious
a.veryfunny
b.sad♦
c.joyous

19. Hypocrisy
a.duplicity
b.candor♦
c.insincerity

20. Honorary
a.voluntary
b.salaried♦
c.Unpaid






০৩/১০/২০২০


No comments

Powered by Blogger.