অবক্ষয় - কবিতা

কবি সাহেব ভাবছেন
কতোটুকু বাদ দিলে বেঁচে থাকা যায়,
সাংবাদিক ভাবছেন
কতটুকু লিখলে বেঁচে যায় দায়!

বাদবাকি যারা আছে এই বাংলায়
মৃত হয়ে বেঁচে আছে, আত্মা নাই।

© আলমগীর কাইজার
০৫.১০.২০২০

No comments

Powered by Blogger.