খুব ভয় হয় (কবিতা)

খুব ভয় হয় জানো– খুব ভয়
যাকেই ভালোবাসি সেই
পাখি হয়ে উড়ে যায়
অথবা প্রেমরোগে হয় পরাজয়
তাই, খুব ভয় হয়– খুব ভয়।

© আলমগীর কাইজার
০৫.১২.২০২০

No comments

Powered by Blogger.