বাংলাদেশ ভেঙে পড়ে (কবিতা)
বাংলাদেশ ভেঙে পড়ে আমরা থাকি বসে
সোনার এদেশ নষ্ট আজ, বলো কার দোষে?
বঙ্গবন্ধুর সোনার বাংলায় বঙ্গবন্ধু নাই
এমন দিন দেখতে হলে, কে নেবে তার দায়?
কার দোষে আজ দুষ্ট এদেশ, কার ইশারায়
জ্ঞানপাপীরা কুড়ুল মারে একে-অন্যের পায়!
কে যাবে আজ শেষ মিছিলে, থাকবে জাগ্রত
সোনার দেশে শুয়োর নামে, আমরা আশাহত!
© আলমগীর কাইজার
০৫.১২.২০২০
No comments