কবিতা - ভালোবাসার পাগল
একটা জীবন ভ্রষ্ট পথে
হেলায় ফেলায় দিলাম ফেলে
মুক্ত আকাশ ছিলোই কাছে
তবুও আমি রয়ে গেলাম বদ্ধ জেলে।
কর্ষ ছাড়া নদীর বুকে
তুমুলভাবে বয় কি ঢেউ?
ভালোবাসার এতো কাঙাল
পাগল ছাড়া হয় কি কেউ?
© আলমগীর কাইজার
১০.১২.২০২১
যুক্ত করো হে সবার সঙ্গে
No comments