দুঃসময় (কবিতা)
অসম্ভব নষ্ট সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমি,
যাচ্ছেতাই সমাজের কাণ্ডারী আজ
রাস্তার বখাটে ছেলেরা;
যাদের সাথে প্রতিনিয়ত আপোস করছে
সমাজের লোক।
ইদানীং কাউকে প্রশ্ন করতে ভয় লাগে
কারোর প্রশ্নের উত্তর দিতে ভয় লাগে
বিনয়ী হতেও ভয় লাগে
এমনকি কাউকে নূন্যতম বিশ্বাসটুকু করতেও–
ভয় লাগে।
কী প্রচণ্ড দুঃসময়ে আছি আমি
আমি কি আমার সুন্দর দেশটাকে
কর্দমাক্ত শুয়োরদের হাতে তুলে দেবো?
নাকি প্রতিবাদ করে চিরতরে
এদেশের মাটিতে বসবাসের অধিকার হারাবো?
কোনটাকে তোমরা দেশপ্রেম বলবে?
© আলমগীর কাইজার
০৫.১২.২০২১
No comments