সন্ধান করো নিজের মাঝে - মাওলানা রুমি
তোমার দ্বারাই হয় স্রষ্টার বাণী প্রকাশিত
তোমার মাঝেই হয় স্রষ্টার রূপ প্রতিফলিত।
মহাবিশ্বে এমন কিছু নেই যা–
তোমার মাঝে পাওয়া যাবে না!
যা-কিছু তুমি চাও, তা সন্ধান করো নিজের মাঝেই-
তুমিই সেই অস্তিত্ব, যেখানে তুমি সব খুঁজে পাবে।
কবিতাঃ সন্ধান করো নিজের মাঝে
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
No comments