আবার ঘুমিয়ে যেয়ো না
ভোরের বাতাসে তোমাকে বলার মতো
অনেক রহস্য আছে।
আবার ঘুমিয়ে যেয়ো না।
তোমাকে খুঁজে বের করতে হবে
তুমি আসলে কী চাও।
আবার ঘুমিয়ে যেয়ো না।
যেখানে ইহকাল ও পরকাল স্পর্শ করে
সেই প্রবেশদ্বার পেরিয়ে
মানুষ মূলত পিছিয়ে যাচ্ছে।
দরজা সর্বত্রই আছে এবং সেই দরজা খোলা।
আবার ঘুমিয়ে যেয়ো না।
কবিতাঃ আবার ঘুমিয়ে যেয়ো না
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার
No comments