বুদ্ধিজীবী ও প্রেমিক - মাওলানা রুমি

বুদ্ধিজীবী সর্বদা নিজেকে জাহির করে,
প্রেমিক সবসময় ভালোবাসার মাঝে 
হারিয়ে যেতে চায়।
বুদ্ধিজীবী ডুবে যাওয়ার ভয়ে পালিয়ে যায়;
প্রেমিকের কাজই হলো প্রেমের সাগরে ডুবে যাওয়া।
বুদ্ধিজীবীরা বিশ্রামের পরিকল্পনা করে
প্রেমিকেরা বিশ্রাম নিতে লজ্জাবোধ করে।
প্রেমিক সবসময় একা 
এমনকি যদিও মানুষ দ্বারা পরিবেষ্টিত থাকে;
পানি ও তেলের মতো থাকে সর্বদা আলাদা।
যে মানুষটি প্রেমিককে পরামর্শ দিতে কষ্ট পায় 
সে কিছুই অর্জন করতে পারে না,
তাকে আবেগও উপহাস করে। 
ভালোবাসা কস্তুরীর মতো
ভালোবাসা সবার মনোযোগ আকর্ষণ করে।
ভালোবাসা হলো একটি গাছ
প্রেমিকেরা হলো সেই গাছের ছায়া।

কবিতাঃ বুদ্ধিজীবী ও প্রেমিক
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 

ইউটিউবে শুনতে নিচে ক্লিক করুনঃ

No comments

Powered by Blogger.