প্রেম বেপরোয়া - মাওলানা রুমি
প্রেম বেপরোয়া, প্রেম কোনো যুক্তি মানে না
যুক্তি তো মূলত লাভ খোঁজে।
প্রেম আসে দৃঢ়তা থেকে
নিজেকে গ্রাস করে এবং নির্বিকার থাকে।
যাইহোক, প্রেম আসে কষ্টের মধ্য দিয়ে
জাঁতার মতো কঠিন পৃষ্ঠ থেকে অকপটে।
যে স্বার্থপরতায় মারা গেছে
সে কোনো প্রশ্ন ছাড়াই সবকিছুতে ঝুঁকি নিয়েছে।
স্বার্থপরতা থেকে নিজেকে দূরে রাখার
স্রষ্টা প্রদত্ত উপহার হলো প্রেম।
কোনো কারণ ছাড়াই
স্রষ্টা আমাদের অস্তিত্ব দান করেছেন,
কোনো কারণ ছাড়াই
তিনি আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন।
কবিতাঃ প্রেম বেপরোয়া
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি
অনুবাদঃ আলমগীর কাইজার

No comments