অণুকাব্য
যার ফেরার মতো নেই কোনো সংসার
তার চেয়ে বড়ো সন্নাসী কে হতে পারে?
যার ফেরার মতো নেই কোনো ঘর
তার চেয়ে বড়ো ছন্নছাড়া কে হতে পারে?
যার ফেরার মতো নেই কোনো বুক
তার চেয়ে বড়ো হতভাগা কে হতে পারে?
© আলমগীর কাইজার
০৭.০৪.২০২৩
যুক্ত করো হে সবার সঙ্গে
No comments