আমি মৃত ছিলাম - মাওলানা রুমি

আমি মৃত ছিলাম, হয়েছি আমি জীবন্ত
আমি অশ্রুসিক্ত ছিলাম, হয়েছি আমি প্রফুল্লিত। 
সবকিছু ভালোবাসার কারণেই হয়েছে 
যখন ভালোবাসা পৌঁছেছে আমার অস্থায়ী জীবনে
তখন জীবন পরিবর্তিত হয়েছে চিরন্তনে।

ভালোবাসা আমাকে বললো তুমি যথেষ্ট উন্মত্ত নও
এই ঘরের জন্য তুমি যথাযথ মানানসই না।
আমি চলে গেলাম এবং যথেষ্ট উন্মত্ত হয়ে আসলাম 
শিকল দিয়ে বেঁধে রাখার মতো উন্মাদ। 

ভালোবাসা আমাকে বললো তুমি যথেষ্ট নেশাগ্রস্ত নও
এই দলের জন্য তুমি যথাযথ উপযুক্ত না।
আমি চলে গেলাম এবং যথেষ্ট নেশাগ্রস্ত হয়ে আসলাম
হালকা মাথা ব্যাথায়ও এখন আমি পাগল হয়ে যাই।

ভালোবাসা আমাকে বললো তুমি এখনো খুব চালাক
কল্পনায় ভরা এবং সংশয়ে দ্বিধাগ্রস্ত। 
আমি চলে গেলাম এবং অতিসরল হয়ে আসলাম 
ভালোবাসা সবকিছু থেকে আমাকে দূরে টেনে নিলো।

ভালোবাসা আমাকে বললো তুমি একটা মোমবাতি
সবাইকে আকর্ষণ করছ, সবাইকে জড়ো করছ তোমার চারপাশে।
আমি আর এখন আলো ছড়ানো মোমবাতি নই
আমি আর মানুষ জড়ো করি না,
ধোঁয়ার মতো আমি এখন বিক্ষিপ্ত।

ভালোবাসা আমাকে বললো তুমি একজন শিক্ষক
তুমি তোমার শিষ্য এবং প্রত্যেকের জন্য পথপ্রদর্শক।
আমি আর এখন কোনো শিক্ষক নই, নই কোনো পথপ্রদর্শক 
শুধু তোমার ইচ্ছা পূরণের একজন গোলাম। 

ভালোবাসা বললো তোমার নিজের ডানা আছে 
আমি তোমাকে আর কোনো পালক দেবো না।
 তারপর আমার হৃদয় হয়ে গেছে স্বতন্ত্র 
 কানায় কানায় পূর্ণ হয়েছে নতুন আলোয়
 বিশুদ্ধ ও তরতাজা হয়েছে জীবন। 
 এখন এমনকি স্বর্গও কৃতজ্ঞ
 ভালোবাসার স্পর্শে আমি হয়ে গেছি আলোর উৎস। 

কবিতাঃ আমি মৃত ছিলাম 
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 


No comments

Powered by Blogger.