স্রষ্টার প্রেম - মাওলানা রুমি

আমি প্রতিনিয়ত একটি বোঝা বহন করে চলেছি, 
আমি এই বোঝা বহন করি একটি উদ্দেশ্য নিয়ে। 
আমি বসন্তের আশায় সহ্য করি
ডিসেম্বরের বরফ এবং শীতের অস্বস্তি।
যারা শীর্ণ তারা শক্তিশালী হওয়ার আগেই
আমি আমার ক্ষীণকায় শরীরকে এগিয়ে নিচ্ছি;
যদিও তারা আমাকে বিতাড়িত করেছে দুইশো শহর থেকে, 
আমি স্রষ্টার প্রেমের জন্য তা সহ্য করেছি;
যদিও আমার কর্মশালা-বাসভবন নষ্ট হয়ে গেছে
তবুও আমি স্রষ্টার প্রেম বিশ্বস্ততার সাথে বহন করছি।
স্রষ্টার প্রেম খুবই শক্তিশালী দুর্গ;
আমি আমার আত্মার ভার স্রষ্টার দুর্গে রাখি।
আমি পাষাণ হৃদয়ের অহংকার সহ্য করি
শুধুমাত্র স্রষ্টার জন্য, দীর্ঘসহিষ্ণুতার জন্য। 
আমি তার রুবির জন্য পাহাড় এবং খনি খুঁড়ি,
গোলাপের জন্য আমি সহ্য করি কাঁটা।
তার সেই মাতাল চোখের জন্য
নেশার মতো সহ্য করি ফসলের অসুখ;
ফাঁদে আটকে না থাকার জন্য 
আমি শিকারীর ফাঁদ ও ছলনাগুলো ছড়িয়ে দিই।
তিনি বললেন, তুমি কী কিয়ামত পর্যন্ত এই দুঃখ সহ্য করবে?
আমি বললাম – হ্যাঁ, আমি সহ্য করবো।
আমার বক্ষ হলো গুহা, 
শামস-ই তাবরিজি হলো সেই গুহার সঙ্গী।

কবিতাঃ স্রষ্টার প্রেম
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি 
অনুবাদঃ আলমগীর কাইজার 


No comments

Powered by Blogger.